Rose Rose Good Luck দর্শনধারী Rose Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১৬:০২ বিকাল



Roseনতুন যায়গায় কেউ এলে নানান রঙের মানুষ দেখতে আসে- কারা এলো।

একটু বাজিয়ে দেখে কেউ। কেউবা মাপতে আসে। উদ্দেশ্য নিয়ে আসে অনেকে। কেউবা হুদা কামে আসে।

এরকম একজনকে শিহাব দেখতে পেল মিতুর সাথে কথা বলছে। শিহাবের থেকে কয়েক বছরের ছোট হবে এমন একজন এবং মিতুর কিছু কথাবার্তা-

' কি নাম তোমার বাবু?'

-মিতু।

'বাহ! সুন্দর নাম।'

-থ্যাংক ইউ আংকেল।

'তোমরা আগে কোথায় থাকতে?'

- রামপুরায়।

' এখানে চলে আসলে কেন?'

- পাপার এখন চাকরি নাই। তাই টাকাও নাই...

আলোচনার এমন ক্লাইমেক্স অবস্থায় রুমার ডাকে মিতুকে চলে যেতে হয়। স্বল্প পরিচিত আংকেলকে বাই বলে মিতু মায়ের কাছে চলে যায়। মিতুর এই আংকেলটি এলাকায় নতুন আসা এই ছোট পরিবারটির ভিতরের আসল খবরটি জেনে ফিরে যায়। অনেক কাজ বাকী রয়ে গেছে তার। পেটটাও কিছুটা ফুলে গেছে। নতুন পরিবারটির সম্পর্কে পাওয়া খবরগুলো 'যায়গামত' পৌঁছে দিতে না পারলে শান্তি হচ্ছে না ওর।এই ধরণের লোক হল 'রয়টার' টাইপ। এরা খবরাখবর দ্রুত পৌঁছাতে বেশ উস্তাদ।

ঘন্টাখানেকের ভিতরেই শমশেরনগর আবাসিক এলাকার অধিকাংশ বাড়ির মালিকদের জানা হয়ে গেল যে, ঢাকার রামপুরায় থাকত এমন একটি পরিবার এই এলাকায় থাকতে এসেছে- যার কর্তা ব্যক্তিটি বেকার। তার সুন্দর একটি বউ রয়েছে। আর পুতুলের মত একটি মেয়ে। কিন্তু এরা সহায়-সম্বলহীন।

বিকেলের দিকেই সবাই শিহাবদের থেকে সকল আগ্রহ হারিয়ে ফেলল।সমাজে অর্থ-বিত্ত এমনই একটি ফ্যাক্টর।

মানুষের আগ্রহকে ধরে রাখে এই জিনিসটি।যেটি শিহাবের ঠিক এই মুহুর্তে নাই। তাই সকলের চিন্তা-ভাবনায়ও শিহাব নামে কেউ 'কিছুই' দাগ কাটার মত রেখে যেতে পারল না।

সে প্রথম দর্শনে স্রেফ নাই হয়ে রয়ে গেল এই আবাসিক এলাকায়। Rose Good Luck

# অণুগল্প

বিষয়: সাহিত্য

৮৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268678
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
কাজী লোকমান হোসেন লিখেছেন : অনুগল্প এবং ছবি দুইটাই জোসসসসসসসসসসসসসসসসসস Rose Rose Rose অনেক ভালো লাগলো Rose , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ Rose Rose
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৮
212369
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
উৎসাহ দেবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268689
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
ফেরারী মন লিখেছেন : আসলেই বাস্তব বলেছেন। ধন্যবাদ
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৪
212422
মামুন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।Happy Good Luck
268830
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:২১
কাহাফ লিখেছেন :


নিজে না পারলেও প্রেরণময় অভিনন্দন জানাচ্ছি...... Rose Rose
268858
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:০২
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইশশ....আমি যে কবে অণুগল্প লিখতে পারব? তবে আপনাদের মত সুন্দর হবেনা....এটা নিশ্চিত। আপনিতো দেখছি সাহিত্যের যে শাখায়ই হাত দিচ্ছেন তাতেই সফল হচ্ছেন। ব্যাপারটা সত্যিই ঈর্ষণীয় Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১০
212623
মামুন লিখেছেন : ধন্যবাদ বোন।
আসলে আমরা সবাই-ই নদীর একপারের মত, কেবলি দীর্ঘশ্বাস ছেড়ে ভাবা, কবে ওপারে যেতে পারব। আপনার এবং অন্য ব্লগারদের লেখা পড়ে আমিও ভাবি, কবে আপনাদের মত লিখতে পারব!
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268885
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিভাবে পারেন এমন মজাদার লিখা লিখতে!!!!
! থাক ধইন্যবাদ দিয়া ছোট করতাম না!
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১১
212624
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
কিভাবে যেন মাথায় চলে আসে। দোয়ার দরখাস্ত রইলো, যেন আল্লাহপাক সুস্থ রাখেন।
শুভেচ্ছা আপয়ান্র জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File